কোচিং ছাড়াই বিসিএস ক্যাডার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র
সংবাদ

কোচিং ছাড়াই বিসিএস ক্যাডার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র

জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেও স্বপ্নজয় করে নিয়েছেন মেধাবী ছাত্র রেজোয়ান ইফতেকার। ৩৮তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তিনি। ময়মনসিংহের আনন্দমোহন কলেজ থেকে অনার্স মাস্টার্স শেষ করেছেন এই মেধাবী ছাত্র। তিনি কোনদিন প্রাইভেট কিংবা কোচিং করেননি। এমনকি ব্যবহার করেননি মোবাইলও। নিজের চেষ্টায় পড়াশোনা করে এবার ৩৮তম বিসিএসে সেরা সাফল্য দেখিয়েছেন তিনি। প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন শিক্ষিকা মায়ের এই মেধাবী সন্তান।

জানা গেছে, রেজোয়ানের বাড়ি ময়মনসিংহের নান্দাইল পৌরসভার চণ্ডীপাশা নতুন বাজার এলাকায়। ব্যবসায়ী বাবা ইফতেকার হোসেন বাবুল ও মাধ্যমিক স্কুলশিক্ষিকা কুলসুম ইফতেকারের সন্তান। দুই ভাইয়ের মধ্যে সে বড়। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন চিকিৎসক হওয়ার। কিন্তু একটা জেদের কারণে সেই লক্ষ্য পাল্টে যায়। বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখতে থাকেন তিনি। অবশেষে তার সেই স্বপ্ন পূরণ হয়েছে। ছোট থেকেই তিনি ছিলেন মেধাবী। স্থানীয় বিদ্যালয় থেকে পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পেয়েছেন মেধাবৃত্তি। ২০০৭ সালে এসএসসিতে জিপিএ ৫। ২০০৯ সালে এইচএসসিতে ৪.৮০। আর আনন্দমোহন বিশ্ববিদ্যালয় থেকে ২০১৪-১৫ সালের অনার্সে ৩.০৮ এবং মাস্টার্সে ৩.১৩ পেয়েছেন।

রেজোয়ান জানান, তিনি কখনো মোবাইল ফোন ব্যবহার করেননি। নিজের প্রয়োজনে বন্ধুদের মোবাইল ব্যবহার করতেন ক্ষণিকের জন্য। অনার্স-মাস্টার্স শেষ করেছেন নিজের মতো করে। সব ক্ষেত্রেই সফলতা পেয়েছেন। অনার্স-মাস্টার্স শেষ করে তিনি বসে থাকেননি। প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারভিউ দিয়েই চাকরি পেয়ে যান। স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেন সহকারী শিক্ষক হিসেবে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে চাকরিতে যোগ দিয়ে মে মাসের বেতন পেয়ে তিনি জীবনের প্রথমবারের মতো নেন একটি মোবাইল ফোন। এটাই তার জীবনের প্রথম মোবাইল বলে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button